এখন আমি মন্দ হতে চাই

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৪:৩০ রাত

যখন রাজনৈতিক নেতা হাজার অন্যায় করে বুক ফুলিয়ে পার্শ্ব অতিক্রম করে যায় আর লোক তাকে সমীহ করতে মস্তক আনত করে তখন আমি তাকে ঈর্ষা করি। রাজনৈতিক নেতা যখন পুলিশকে লক্ষ্য করে ধমক দিয়ে কথা বলে, যত্রতত্র টেবিল থাবড়িয়ে অহমিকা প্রকাশ করে তখন আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি। তখন বড় ইচ্ছে করে নেতা হতে, রাজনৈতিক কর্মী হতে। কখনো সখনো সন্ত্রাসী হতে, যখন কোন রাজনৈতিক নেতা বা কর্মী ঝাড়ি দিয়ে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এ ভবে ভালো লোকের জায়গা নাই, সব মন্দদের আধিপত্ত। ভালো হয়ে কষ্ট পাওয়ার চেয়ে, মন্দই ভালো, তাই আমি মন্দ হতে চাই,

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352957
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৪
শেখের পোলা লিখেছেন : তাহলে ছাত্র শিবিরে নাম লেখান৷
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৩
293087
ইসহাক মাসুদ লিখেছেন : হ!কি কইলেন?
352963
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৩
আফরা লিখেছেন : না আপনি তা হবেন কেন !!! মন্দ হওয়া খুব সহজ। সব মন্দের মাঝে ও আপনি ভাল হবেন কষ্ট পান তবু সেটাই হবে আপনার গর্ব অন্তরে পাবেন প্রশান্তি ।

কোন রাজনৈতিক নেতা বা কর্মী ঝাড়ি দিয়ে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলুক তবু তারাও আপনাকে জানবে ভাল হিসাবে ।

ধন্যবাদ ভাইয়া ।
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৩
293088
ইসহাক মাসুদ লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
353138
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৩
মোহাম্মদ রিগান লিখেছেন : সুন্দর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File